শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার॥ অন্বেষা মৌলভীবাজার এর কৃতি শিক্ষার্থী (এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত) সম্বর্ধনা ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এর ১২ তম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগষ্ট শনিবার দুপুর ১২টায়  মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অন্বেষার সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোশাহিদ আলী চুনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

রাজনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রজত গোস্বামীর পরিচালনায় ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল আলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর পরীক্ষা নিয়ন্ত্রক  মোঃ কবীর আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জায়েদা ইসলাম, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ ব্যাবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দীন ।

অনুষ্ঠানে  জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ২০১৮ সালের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এসএসসি ৭০১ জন, এইচএসসি ১১৪ জনকে সম্বর্ধনা ও দরীদ্র ছাত্র বৃত্তিপ্রাপ্ত ১৬ জন সহ প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা  দেয়া হয়।  শিক্ষার্থীদের  ছবি সহ অন্বেষা নামে ১২তম রঙিন ম্যাগাজিন বই এর মোড়ক উন্মোচন করা হয়।

শেয়ার করুন