কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ২৫ আগষ্ট শনিবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে “উৎসব হউক সকলের” এই শ্লোগানকে সামনে রেখে এক ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক কমরেড আব্দুল আহাদ মিনার। ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আফরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য লেখক-কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দেওয়ান মাসুকুর রহমান, জেলা যুবমৈত্রীর যুগ্ম আহবায়ক তাপস কুমার ঘোষ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি’র সভাপতি শামসুর রহমান, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল ধর। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় যুবমৈত্রীর নেতা ওমর গণি আবিদ। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক ও বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুল আহাদ মিনার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওয়ার্কার্স পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
শেয়ার করুন