কুলাউড়ায় বিডি পেক্স ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে আশোকা প্রতিনিধি দল

ছয়ফুল আলম সাইফুলঃ

বিডি পেক্স ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করতে বাংলাদেশে অবস্থিত বিদেশি সংস্থা আশোকা বাংলাদেশের প্রতিনিধি মালিয়া মোর ও সৌরভ রয় গত ২৫ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের বিডি পেক্স ফাউন্ডেশনের বিভিন্ন ক্লাব পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন, প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাস, ইউপি মহিলা সদস্য আমিনা বেগম, রেজিয়া খানম, পৃথিমপাশা ইউপি আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, বাংলাদেশ পেক্স ফাউন্ডেশন সভাপতি সাংবাদিক সাইদুল হাসান সিপন, সহ সভাপতি তাহির মিয়া, সাধারণ সম্পাদক মনি বেগম, সহ সাধারন সম্পাদক ফরহাদ আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক লিকন আমিন, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কেয়া আক্তার, সাংবাদিক এস এ কাওসার, আবুল কালাম আজাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আশোকা বাংলাদেশ মূলত তরুণদের নিয়ে কাজ করে। যারা নিজ উদ্দোগে সমাজের বিভিন্ন কাজে নিজেকে সংযুক্ত রাখে এবং খুব অল্প বয়স থেকে তাদের নিজের প্রতিভা দিয়ে সমাজ টাকে বদলানোর চেষ্টা করে। আশোকা বাংলাদেশ প্রতি বছর সিলেকশন প্যানেল এর মাধ্যমে তরুন দের বাচাই করে। এবং তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রতিনিয়ত প্রশিক্ষন দিতে থাকে, যা থেকে তরুনরা কাজের প্রতি আরও উৎসাহিত হয় এবং তারা সমাজ কে বদলাতে সক্ষম হয়।

বিকেলে দিকে দীর্ঘ একঘন্টার মত সময় নিয়ে শিশু প্রতিনিধি বাংলাদেশের মনি বেগমের সাক্ষাৎকার নেয়া হয়েছে। মনি ব্রাকের কিশোরী নেত্রী হিসেবে ২০১২ সাল থেকে “ব্রাক কিশোরী ট্রাস্ট ক্লাব” এর দায়িত্ব পালন করে আসছে। ২০১৫ সালে আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘের ৭০ তম অধিবেশনে একমাত্র বাংলাদেশি শিশু প্রতিনিধি হিসেবে বাল্য বিবাহ নিয়ে জাতিসংঘে বক্তব্য প্রদান করে মনি এবং ২০১৬ সালে ক্যাম্পাস টু ক্যারিয়ার কর্তৃক বাংলাদেশে শীর্ষ দশ জনের মধ্যে একজন হিসেবে ইউথ এওয়ার্ড এ ভুষিত হয়। তা ছাড়াও ২০১৭ সালের ৮ ই মার্চ এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন গার্ল হিসেবে নির্বাচিত হয়। মনি ২০১৭ সালে “আশোকা বাংলাদেশ” এর একজন ইউথ ভেঞ্চার হিসেবে সিলেক্ট হয়।

 

শেয়ার করুন