মনজু বি: চৌ:॥ মৌলভীবাজার জেলার একমাত্র সাবেক বৃট্রিশ কাউন্সিলর, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি ও এমআর গ্রুপের চেয়ারম্যান এমএ রহিম সি.আই.পি. এর একমাত্র ছেলে মাহী ইফতেখার রহিম জি.সি.এস.ই পরীক্ষায় ফলাফল 4-A** & 4 A* = 8* বিল হাই স্কুল থেকে ৮টি বিষয়ে রেজাল্টে অর্জন করেছে। মাহী লন্ডনের বিল হাই স্কুল থেকে ৫ নম্বর স্থান এই ফলাফল অর্জন করেন। তার এ সফলতায় তার সকল শিক্ষকের প্রশংসা করেন।সে ভবিষ্যতে মানবসেবায় কাজ করতে ও দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চায়। তাঁর বাবা আওয়ামীলীগের একজন নেতা হিসেবে আছেন।
এ বিষয়ে এম এ রহিম সি.আই.পি বলেন, আল্লাহ পরাক্রমশালী দোয়ায় আমার একমাত্র পুত্র মাহী ইফতেখার রহিম এর কঠোর পরিশ্রম এবং অর্জনের উপর অত্যন্ত গর্বিত। ভবিষ্যতে শিক্ষা কর্মজীবনে তার সাফল্যের জন্য দোয়া করতে আমি আমার সকল রাজনৈতিক সহকর্মী, বন্ধুদের, আত্মীয়স্বজন, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেন।তিনি মাহীকে অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করেন।