প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিলেন মৌলভীবাজারের এমপির মেয়ে

  • মৌলভীবাজার প্রতিনিধি

ঈদুল আজহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবারি দিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ

ড. আব্দুস শহীদের বড় মেয়ে উম্মে ফারজানা। বুধবার এমপির পিও ইমাম হোসেন সোহেল তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এসব তথ্য জানান।

ইমাম হোসেন সোহেল বৃহস্পতিবার সকালে  বলেন,  ‘এমপি স্যারের গ্রামের বাড়ি কমলগঞ্জের মুন্সীবাজার গ্রামে উনার কন্যা উম্মে ফারজানা একটি গরু কোরবানি দেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দেন।’ 

১৯৯১ সালের এ আসন থেকে প্রথম নির্বাচিত হন এমপি আব্দুস শহীদ। পরবর্তীতে দলীয় প্রধান শেখ হাসিনা তাকে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নিযুক্ত করেন।

প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেওয়া প্রসঙ্গে এমপি শহীদ বলেন, “আমার মেয়ে উম্মে ফারজানা ঢাকায় থাকে। ছোটবেলায় আমার মেয়ে বলতো শেখ হাসিনা আন্টি। নিজেই কোরবানি দিয়ে আমাকে ফোন করে বলেছে যে, ‘সবার লাগি কোরবানি দিছে। দাদা, দাদি ও শেখ হাসিনার আন্টির নামে কোরবানি করছি।’ মেয়ের তার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিছে। প্রধানমন্ত্রীর নামে  কোরবানি দেওয়া গৌরবের বিষয়।”

 

শেয়ার করুন