চা জনগোষ্ঠীর জীবনচিত্র ও আর্থ সামাজিক উন্নয়ন ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ চা জনগোষ্ঠীর জীবন চিত্র : আর্থ সামাজিক উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর আয়োজনে ২৬ আগষ্ট রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে ও বিডিইআরএম-এর কেন্দ্রীয় সভাপতি সুনীল কুমার মৃধার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, লেখক-গবেষক আহমেদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন ও শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর প্রমুখ। সভায় চা জনগোষ্ঠীর মধ্যকার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া শব্দকর সম্প্রদায়ের অধিকার বঞ্চিত হওয়ার বিভিন্ন দিক আলোচনা করা হয়। এসব জনগোষ্ঠীরও মানবাধিকার লঙ্গন হচ্ছে বিভিন্নভাবে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের করণীয় বিষয়ে আলোকপাত করে বক্তব্য প্রদান করা হয়।

শেয়ার করুন