স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের চা বাগান শ্রমিকরা নতুন চুক্তিতে দৈনিক মজুরি পাবে ১০২ টাকা করে। সোমবার ২৭ আগষ্ট থেকে চা শ্রমিকরা বছরে দুটি উৎসব বোনাস পাবে ৪ হাজার ৫৯০ টাকা। নতুন চুক্তি অনুযায়ী চা শ্রমিক দৈনিক মজুরি ও বোনাস ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হলেও আসন্ন শারদীয় দুর্গা পূজার আগে ও পরে দুই কিস্তিতে বকেয়া হিসাবে সমূহ টাকা পাবে চা শ্রমিকরা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউজ সূত্রে জানা যায়, গত ২০ আগষ্ট সোমবার ঢাকায় চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের নেতৃবৃন্দের সাথে চা শ্রমকি ইউনিয়ন নেতবৃন্দের নতুন মজুরি চুক্তি বিষয়ে দ্বি-পক্ষীয় বৈঠক হয়। এ বৈঠকে সমঝোতা চুক্তি(মেমোরেন্ডাম অভ আন্ডারস্ট্যান্ডিং -এম ও ইউ) অনুযায়ী চা শ্রমিকদের মজুরি দৈনিক ৮৫ টাকা থেকে বাড়িয়ে ১০২ টাকা করা হয়। একই সাথে চা শ্রমিকরা বছরে দুটি উৎসব ভাতা পাবে ৪ হাজার ৫৯০ টাকা। নতুন চুক্তি কার্যকর হবে বিগত ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী চা বাগান মালিক পক্ষের সাথে মজুরি নিয়ে নতুন চুক্তির হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন আজ সোমবার থেকে চা শ্রমিকরা চলতি ১০২ টাকা হারে দৈনিক মজুরি পাবে। গত ২০ আগষ্ট ঢাকায় চা বাগান মালিক পক্ষের প্রতিনিদির সাথে হওয়া মজুরি বিষয়ক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দৈনিক মজুরি আরও বেশী দাবি করা হয়েছিল। মালিকপক্ষ আগামীতে পর্যায়ক্রমে চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধিার আশ্ব^াস প্রদান করেন। রাম ভজন কৈরী আরও বলেন কয়েক বছর আগে চা শ্রমিকরা দৈনিক মজুরী পেতেন ৬৯ টাকা। ৪ ফেব্রুয়ারি ২০১৬ সালে চা বাগান মালিক পক্ষের সাথে সাথে মজুরি বিষয় সবমঝোতা বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয় ৮৫ টাকা। যাহা কার্যকর হয় ১ জানুয়ারি ২০১৫ সাল থেকে। সম্প্রতি মজুরি চুক্তিতে চা শ্রমিকরা বছরে দুটি উৎসব ভাতা পাবে ৪ হাজার ৫৯০ টাকা। তবে আসন্ন শারদীয় দুর্গা পূজার আগে ও পরে দুন কিস্তিতে পর্যন্ত ১ জাুনয়ারি ২০১৭ সাল থেকে আগষ্ট ২০১৮ বৃদ্ধি হওয়া সমূহ বকেয়া মজুরি পাবেন বলে রাম ভজন কৈরী জানান।
চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশী চা সংসদের প্রতিনিধি জেম্স ফিনলে কোম্পানীর মহা-ব্যবস্থাপক(জিএম) জি এম শিবলী মুঠোফোনে চা শ্রমিকদের সাথে নতুন মজুরি চুক্তি ও উৎসব ভাতার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সোমবার থেকে চলতি হারে চা শ্রমিকরা মজুরি পাবে। তিনি আরও বলেন যেহেতু এ চুক্তি কার্যকর হবে ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে সেহেতু পূজার আগে ও পরে দুই কিস্তিতে বকেয়া সমূহ বৃদ্ধি হওয়া মজুরি ও ভাতা পাবেন চা শ্রমিকরা।
চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী ও চা বাগান মালিক পক্ষের প্রতিনিধি জি এম শিবলী আরও জানান, আগামী সেপ্টেম্বর মাসের দ্বি-পক্ষীয় বৈঠকে মজুরি বিষয়ক সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে গৃহীত হবে।