কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ মণিপুরী মুসলিম কওমী মাদ্রাসা ছাত্র সেবা ফাউন্ডেশনের আয়োজনে ২৬ আগষ্ট রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ। সংগঠনের সভাপতি মুফতি জাহিঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক সাব্বির আহমদ ভূঁইয়া, মাও নুরুল মুত্তাকিন জুনাইদ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, বামডো সম্পাদক সাজ্জাদুল হক স্বপন, উপজেলা যুবলীগ সদস্য মইনুল খাঁন, নুরুল ইসলাম ইলিয়াস, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিম মাহমুদ জয়, উপজেলা ঙ্গবন্ধু প্রজন্মলীগ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক মোঃ কাইয়ুম বখত, ছাত্রনেতা মনজুর হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
কমলগঞ্জে ক্বেরাত প্রতিেিযাগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা
শেয়ার করুন