হাকালুকি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও মোটিভেশনাল ট্রেনিং প্রোগ্রাম

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া কুলাউড়া উপজেলার বৃহত্তম সাহিত্য সংগঠন হাকালুকি যুব সাহিত্য পরিষদের” উদ্যোগে প্রকাশিত হাকালুকি নামিয় ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও মোটিভেশনাল ট্রেনিং প্রোগ্রাম ২৭ আগষ্ট সোমবার দুপুরে স্থানীয় নবাবগঞ্জ বাজারে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাহিত্যিক ও শিক্ষক এম এস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মৌলভীবাজার হোয়াইট পার্ল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, ডাঃ মইনুল ইসলাম, ইউপি সদস্য হোসেন খান, মোঃ ফখরুল ইসলাম ও সাহেদ আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সাহিত্য সম্পাদক ও শিক্ষক রুমেল আহমদ, নজরুল ইসলাম, এফরুল ইসলাম রুহিন, বাবর আহমদ তারেক, রুহেল আহমদ, ইসলাম উদ্দিন রিপন, আব্দুল খালিক জায়েদ, মোছাঃ শারমিন বেগম, আব্দুস সামাদ সানু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান ও আশরাফুল ইসলাম প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ কুলাউড়ায় হাকালুকি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করছেন অতিথিরা।

 

শেয়ার করুন