ধর্ষন মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে এক কিশোরী ধর্ষনের মামলায় শ্রীজন নন্দী জন্টু নামে ৩২ বছর বয়সী এক যুবককে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

২৭ আগষ্ট সোমবার সকালে শহরের পশ্চিমবাজার থেকে তাকে আটক করেন মডেল থানার এসআই মোঃ তোফাজ্জল হোসেন। শ্রীজন নন্দী জন্টু রাজনগর উপজেলার মজিদপুর গ্রামের প্রভাষ নন্দি জন্টুর ছেলে। বর্তমানে সে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় বসবাস করে আসছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ তোফাজ্জল হোসেন বলেন, মামলার এজহার সূত্রে জানা গেছে,  ৮ আগষ্ট রাত্রে কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ও বর্তমান শহরঘেষা বর্ষিজোড়া এলাকার বাসিন্দা ১৪/১৫ বয়সী এক কিশোরীকে বর্ষিজোড়ায় ধর্ষন করে ওই যুবক। ওই ঘটনায় তার মা রিতা দেবী বাদী হয়ে ২৬ আগষ্ট থানায় নারী ও শিশু নিযাতন আইনে মামলা দায়ের করেন । ওই মামলার প্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে জন্টুকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন