জালালাবাদবার্তা.কমঃ
সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, এদেশের স্বাধীনতাকামী প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সদস্য যিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষের কল্যানে ব্যয় করেছেন। যিনি সর্বদাই সমাজ ও রাজনীতির সংকটকালে সর্বোচ্চ ভুমিকা রাখতেন। মহান মুক্তিযুদ্ধের সেই অন্যতম সংগঠক, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আমির উদ্দিন সাদেক আমাদের মাঝে আর নেই। তিনি ২৭ আগষ্ট ২০১৮ ইং সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল ২৮ আগস্ট ২০১৮ ইং মঙ্গলবার বাদ যোহর (দুপুর ২:০০ ঘটিকার সময়) গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।