বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন সাদেক আমাদের মাঝে আর নেই

জালালাবাদবার্তা.কমঃ

সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, এদেশের স্বাধীনতাকামী প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সদস্য যিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষের কল্যানে ব্যয় করেছেন। যিনি সর্বদাই সমাজ ও রাজনীতির সংকটকালে সর্বোচ্চ ভুমিকা রাখতেন। মহান মুক্তিযুদ্ধের সেই অন্যতম সংগঠক, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আমির উদ্দিন সাদেক আমাদের মাঝে আর নেই। তিনি ২৭ আগষ্ট ২০১৮ ইং সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ আগামীকাল ২৮ আগস্ট ২০১৮ ইং মঙ্গলবার বাদ যোহর (দুপুর ২:০০ ঘটিকার সময়) গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন