সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডাঃ
‘’বঙ্গবন্ধু কোন দলের নয়, তিনি সমগ্র জাতির” শীর্ষক হেমায়েত বাহিনী ফ্রিডম ফাইটার ১৯৭১ এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সামাদ হাওলাদারের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা ড. আবদুস সামাদ হাওলাদারের পরিচালনা ও সভাপতিত্বে গত ২৫ শে অগাস্ট শনিবার টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থ এভিনিউ (একসেস পয়েন্টের অডিটোরিয়ামে) এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের কমান্ডার হেমায়েত বাহিনীকে নিয়ে বক্তারা আলোচনা করেন। আনুষ্ঠানে ড. সামাদের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদার অনলাইন এর মাধ্যমে ইংল্যান্ড থেকে সংযুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেনI
আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা আবদুস সালাম শরীর। বিশেষ অতিথি কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। আলোচনায় অন্যান্যদের মধ্যে আরো অংশগ্রহণ করেন সৈয়দ আবদুল গফফার, জনাব আব্দুল হালিম মিয়া, মোস্তফা কামাল, মহিলা কানাডা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাসান।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেন লাকী কাজী। কোরআন তেলাওলাত করেন তৈমুর আলি, কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার মুনির আহমেদ ও লাকী কাজী। অনুষ্ঠানে ড. আবদুস সামাদ হাওলাদার এর মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটি বই এর মোড়ক উন্মোচন করেন উপস্থিত অথিতি ও আলোচকবৃন্দ।
সেমিনারে বিশিষ্টজনদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন; মোস্তফা কামাল, আলী আকবর (প্রখ্যাত ব্যবসায়ী), মানিক চৌধুরী, ইউসুফ শেখ, নূরুল ইসলাম, ওয়াশেক ওয়াদুদ, রায়হান ফেরদৌস, মোস্তফিজুর রহমান চৌধুরী, মাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আব্দুল কাদের, শাহ মহিউদ্দিন, এম এ মালিক, মোঃ রবিউল ইসলাম, মাইনুল চৌধুরী, আবদুল বশর, আবুল হাসান নাহিদ, মিসেস মাহফুজা ভূঁইয়া, মিসেস আখতারী আহমেদ; মনির আহমেদ, মহীদুন মোহাম্মদ, হুসনা করিম, মোহাম্মদ আলী শাওন, মো. শফিউল ইসলাম, মঞ্জুর হোসেন, রোকেয়া মুনির, নার্গিস, মামুন, মাহবুব খানম ভূঁইয়া, সোফিয়া হাওলাদার, মিঃ মুফ্রাদ, ডবর্সিস মন্ডল, স্যান্ড্রা হাওলাদার, মোহাম্মদ বাবুল এবং আরো অনেকেI
পরিশেষে সেমিনারে উপস্থিত সকলে দল-মত নির্বিশেষে এই মতে পৌঁছান যে, বঙ্গবন্ধু কোন দলের নয়, তিনি সমগ্র জাতির।