শিশু পুষ্পিতার হার্টে ছিদ্র : চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা প্রয়োজন

স্টাফ রিপোর্টার॥ পুষ্পিতার বয়স প্রায় ৩ মাস। জন্মের পর থেকে পুষ্পিতার স্বাশ প্রস্বাস ফেলতে অসুবিধে হতো। ১২জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করালে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা শেষে  হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মুজিবুল হক  জানান শিশুটির হার্টে ছিদ্র রয়েছে। একাধারে ১৫দিন চিকিৎসা দেওয়ার পর হাপাতালের ডাক্তার বলেছেন একবছর চিকিৎসা চালিয়ে যেতে হবে। একবছর পরে পুস্পিতা  সূস্থ না হলে তাকে ঢাকায় নিয়ে অপারেশন করতে হবে। ইতোমধ্যে তার অবস্থার অবনতি হলে ঢাকায় ন্যাশনাল র্হাট ফাউন্ডেশন নিয়ে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর ডা. অধ্যাপক শরীফুজ্জামান বলেছেন শিশুটি অপারেশন করার জন্য ভর্তি করতে হবে। কিন্ত অপারেশন করানোর মত টাকা না থাকায় জাতীয় হৃদ রোগ হাসপাতালে নিয়ে ১৫দিন বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর  ডা.  কাজী আবুল হাসান বলেছেন এখানে অপারেশন হবে না। বে-সরকারী হাসপাতালে অপারেশন করাতে হবে।  বেসরকারী হাসপাতালে অপারেশন করাতে তিন লক্ষ টাকার প্রযোজন। বর্তমানে এত টাকা হতদরিদ্র বাবার পক্ষে বহন করা সম্ভব নয়।

প্রাথমিক ভাবে ঔষধ দিয়েছেন তবে পরবর্তীতে তা অপারেশন করাতে হবে। বর্তমানে প্রতি মাসে পুষ্পিতার ৫-৬ হাজার টাকার ঔষধ লাগে। পুষ্পিতার পিতা প্রদীপ নাগএকজন পত্রিকা বিক্রেতা (হকার)। কোন রকম পত্রিকা বিক্রির আয় থেকে সংসার চালান। তবে চিকিৎসা ছাড়া নিজ চোখের সামনে আদরের বাচ্চাট মারা যাবে, এটা কোন ভাবেই মেনে নিতে পাছেন না।  তিনি সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠানও জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন।

যোগাযোগের ঠিকানা ঃ  প্রদীপ নাগ, গ্রাম-মুসলিম কোয়ার্টার (৪নং ওয়ার্ড), মৌলভীবাজার পৌরসভা।

সঞ্চয়ী হিসাব নং-৩৪০২০৭২১ সোনালী ব্যাংক, চাঁদনীঘাট, মৌলভীবাজার।

বিকাশ নম্বর ঃ ০১৭ ১৯৪৪৮৬২৯ (ব্যাক্তিগত)।

 

শেয়ার করুন