রাজনগর চা বাগানে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার রাজনগর চা বাগানে ২৭ আগষ্ট সোমবার বিকালে কিরন এর উদ্যোগে ও কিরন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’র ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়।

কিরন এর প্রতিষ্ঠাতা সভাপতি বাবু মহেশ রাম যাদব এর সভাপতিত্বে ও বাবু উমেশ যাদব এবং বাবু সুজিত সিংহ এর যৌথ উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু খান, শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ের অপসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু অরুন লাল দেব, বাবুল চন্দ্র দেব, বর্তমান প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান, বাগান ব্যবস্থাপক রিজওয়ান আলম ও  উপজেলা সমবায় অফিসার মোঃ ছদরুল ইসলাম প্রমুখ। সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন, কিরনের সভাপতি প্রভাষক বাবু সঞ্জিত যাদব।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাবু অমরেন্দ্র সিংহ, শ্যামলাল কালোয়ার, মুক্তিযোদ্ধা দুধনাথ গৌড়, প্রধান শিক্ষক আব্দুল মালেক, আপন নাইডু ও বিহারী লোহার প্রমুখ।

সংবর্ধনায় অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি, ¯œাতক ও ¯œাতকোত্তর পরীক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীদের মধ্যে অতিথিরা ক্রেস্ট তুলেদেন।

শেয়ার করুন