শ্রীমঙ্গলের মা মেয়ের প্রান গেল সরাইলে দ্রুতগামী এনা বাস উল্টে

সাইফুল ইসলাম॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রামপুরা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী এনা পরিবহনের বাস খাদে পড়ে  শ্রীমঙ্গল শহরতলীর  বাসিন্দা  মা ও মেয়ে   নিহত হয়েছেন। এ সময়  আহত হয়েছেন আরও  ২  জন।

নিহতরা হলেন  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তরভাড়াউড়া গ্রামের বিশিষ্ট বাগান ব্যবসায়ী আলফু মিয়ার স্ত্রী রুবিনা নুর (৪৫), তার মেয়ে শাবিনা নুর নিলা ( ১৯)।  এসময়  আলফু মিয়া (৬৫)  ও তার ছেলে আসিফ (২৪) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক  চিকিৎসা  নিয়েছেন।

২৯ আগষ্ট বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে মৌলভীবাজার গামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বে-পরওয়া গতিতে চালিয়ে আসলে মহাসড়কের পাশে পানিপূর্ণ খাদে পড়ে যায়।

শ্রীমঙ্গল ট্রাক শ্রমিক পরিবহনের সভাপতি মোঃ নূর হোসেনের বরাত দিয়ে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইশরাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীমঙ্গল ট্রাক শ্রমিক পরিবহনের সভাপতি মোঃ নূর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন