হোসাইন আহমদ॥ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে বে-সরকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ২৮ আগষ্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলার প্রকুল্প পাত্র বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল মালেক, আব্দুল মতিন, সিদ্দিকুর রহমান, মোঃ মদরিস আলী, মোঃ মহসিন উদ্দিন ও সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয় করণের জোর দাবি জানান। অন্যতায় বক্তারা কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।
ক্যাপশনঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে সিলেটে আলোচনা সভা।