শ্রীমঙ্গলে চতুর্থ চা নিলাম সম্পন্ন; নিলাম ডাক হয় ২২লক্ষাধিক কেজি চা পাতা

এম এ রকিব:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চতুর্থ চা নিলাম ডাক সম্পন্ন হয়েছে। চতুর্থ নিলামে উত্তোলন করা হয় ২২লক্ষ ১১ হাজার ৫শত ৫০ কেজি চা।

২৯ আগষ্ট (বুধবার) দিনব্যাপী ‘টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ’র ব্যবস্থাপনায় শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ খান টাওয়ারে অনুষ্ঠিত চা নিলাম কেন্দ্রে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৮টি ব্রোকার হাউজ অংশ নেন।

চতুর্থ নিলামের শুরুতেই পূর্ব বাংলা ব্রোকার্স এর নিলাম ডাক দিয়ে নিলামের কার্যক্রমের সুচনা হয়। শ্রীমঙ্গলস্থ জেরিন চা বাগানের ব্যবস্থাপক মো.সেলিম রেজা নয়া দিগন্তকে এতথ্য নিশ্চিত করেছেন।

চা নিলাম কেন্দ্র সূত্রে জানাযায়, শ্রীমঙ্গলের প্রথম চায়ের নিলামে উত্তোলন করা হয় ৫লাখ ৫৭হাজার কেজি, দ্বিতীয় নিলামে ১২লক্ষ ৮৮হাজার ৬৫০কেজি, তৃতীয় নিলামে উত্তোলন করা হয় ১৮লক্ষ ৪হাজার কেজি এবং চতুর্থ নিলামে ২২লাখ ১১হাজার ৫শত ৫০কেজি পাতার নিলাম ডাক হয়। যা প্রতিটি নিলামে ক্রমাগতভাবে বেড়েছে চায়ের পরিমাণ।

 

এদিকে চতুর্থ নিলামে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র পরিদর্শনে এসেছেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ সভাপতি মো.সিপার আহমদ ও সিলেট মেট্রোপলিটান চেম্বার অব কমার্স ইন্ডাস্টিজ সভাপতি মো.হাসিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন নেতৃবৃন্দরা।

শেয়ার করুন