ইমাম উদ্দিনঃ
এবারে বায়েসের অনুষ্ঠানটি হবে একটু ব্যতিক্রম। সাধারনত বেশিরভাগ আয়োজনই থাকে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ। কোনোটা চাকুরী সংক্রান্ত, নয়তোবা স্বাস্থ্য সেবা সংক্রান্ত। আগামী ১ সেপ্টেম্বর, শনিবার বেলা সাড়ে তিনটার কর্মসূচিটি পুরস্কার প্রদান অনুষ্ঠান। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি হবে ৩০৭৯ ডেনফোর্থ এভিনিউর এক্সেস পয়েন্টের রুম নাম্বার ১ এ।
বায়েস সম্প্রতি আয়োজন করেছিল ফটোগ্রাফি প্রতিযোগীতার। তরুনদের সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত ও উৎসাহিত করতে এর আয়োজন। নিরপেক্ষ বিচারকমণ্ডরীর বিবেচনায় ১৯ জন প্রতিযোগী থেকে তিনজনের ছবি মনোনীত হয়েছে পুরস্কার-এর জন্য। তাঁরা পাবেন য়থাক্রমে একশ, পঁচাত্তর ও পঞ্চাশ ডলার করে। আসুন কমিউনিটির তরুনদের উৎসাহিত করতে এ অনুষ্ঠানে যোগ দিই। আর হাঁ আপনি ইচ্ছা করলে একটু আগেও আসতে পারেন। মুলত অনুষ্ঠান শুরু হবে দুইটায়। প্রথমে সংগঠেনের এজিএম। পরে পুরস্কার বিতরণ। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে টরন্টোবাসী সবাইকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।