স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চানপুর, সুমারাই, আমুয়া, পালপুর, মীরপুর, পাগুরিয়া ও কাদিপুর গ্রামের সমন্বয়ে মীরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় নামে একটি নতুন বিদ্যালয় যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে মীরপুর নোয়াবাড়ি বাড়িতে স্থানীয়দের নিয়ে মঙ্গলবার রাতে একটি আলোচনা সভা বসে।
সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মছব্বির এর সভাপতিত্বে ও শেখ কবির আহমদ নোমানী পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শেখ আবু বকর, ফখরুজ্জামান, শেখ জুনেদ জামান, জামাল আহমদ, গউস মিয়া, খালেদ আহমদ ও শফিউল আলম জগলু।
এসময় আমেরিকা প্রবাসী নুরুল ইসলাম বিদ্যালয়ের জন্য ১ একর ৫০ শতক জায়গা এবং মাটি ভরাট করে ১তলা একটি ১ টা ভবন ও উপস্থিত আরো অনেক প্রবাসীরা নগদ টাকা দেয়ার প্রতিশ্রুতি করেন।
পরে শেখ নুরুল ইকবালকে সভাপতি ও আবু বকরকে সাধারন সম্পাদক করে বিদ্যালয় বাস্তবায়ন কমিটি করা হয়।