বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

মনজু বিজয় চৌ॥ মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আর্ন্তজাতিক ত্রাণ বিতরণ সংস্থা ডিসেস্টার টিম।

বৃহস্পতিবার ৩০ আগষ্ট দুপুরে পৌর শহরের বড়হাট আবু শাহ মাদারাসায় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, কাউন্সিলর জালাল উদ্দিন, সংস্থার বাংলাদেশের সদস্য জাকারিয়া চৌধুরী, তুষার খন্দকার, যুবরাজ চৌধুরী, ব্রাদা লিও, ব্রাদা লুপি, ব্রাদা চ্যাংক, ব্রাদা হু ও সিস্টার সেন্ডী।

বন্যায় ক্ষতিগ্রস্থ ১৩শতাধিক পরিবারের মাঝে ৪কেজি চাল, ৪কেজি ডাল ও ৪ কেজি আলু বিতরণ করা হয়।

শেয়ার করুন