জালালাবাদ এসোসিয়েশন অব সাসকাতুন কানাডার কমিটি গঠন

সাসকাতুন প্রতিনিধিঃ

গত ২৬ আগস্ট ২০১৮ রবিবার সন্ধ্যা ৭ টার সময় সাসকাতুনের দেশী সুপার স্টোরের উপরে জালালাবাদ এসোসিয়েশন অব সাসকাতুনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্টিত হয়। মোহাম্মদ শফিউল আলমের পরিচালনায় সকল সদস্যদের পরামর্শক্রমে উক্ত সভায় পরবর্তী সেশনের জন্য বজলুর রশিদ সুইটকে সভাপতি ও মোহাম্মদ শফিউল আলমকে সেক্রেটারী করে ৩০ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচুয়ান এর সভাপতি কামনাশীষ দেব। তিনি বলেন, আঞ্চলিক সংগঠনগুলিকে কমুনিটির স্বার্থে কাজ করতে হবে। সাসকাতুনে আগত নতুন বাংলাদেশী অভিবাসীদের সাহায্যার্থে এগিয়ে যেতে হবে। এছাড়া ও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুর রহমান সাদিক, সাইফুল ইসলাম সামু, ফয়সল আহমেদ, রেদওয়ানুর রহমান, ধ্রুবজ্যোতি দেব, ইমরান আহমদ, দেবল কুমার চৌধুরী, সৌরভ কর, সুরন্জিত সাবন্য চৌধুরী, শোয়েব আহমদ, জিয়াউর রহমান, সাদি, জাহিদুল ইসলাম প্রমুখ।

জালালাবাদ এসোসিয়েশন এর কমিটি
উপদেষ্টা পরিষদ
১. সাদিকুর রহমান
২. অলক চৌধুরী
৩. হোসাইন আহমেদ
৪. সৈয়দ শাহীন আহমেদ
৫. জিয়াউল চৌধুরী জিয়াদ

সভাপতি: বজলুর রশিদ সুইট

সহ সভাপতি:
১. রেদওয়ান আহমেদ
২. ফয়সল আহমেদ
৩. নিশিত দত্ত
৪. স্বপন চৌধুরী

সাধারণ সম্পাদক: মুহাম্মদ শফিউল আলম

সহ- সাধারণ সম্পাদক:
১. ধ্রুবজ্যোতি দেব
২. এমরান আহমেদ

সাংগঠনিক সম্পাদক: দেবাশীষ দেব

সহ সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম
অর্থ সম্পাদক: জুবের আহমদ খোকন
সহ অর্থ সম্পাদক: ফলিক আহমদ
প্রচার ও প্রকাশনা: মুহাম্মদ আব্দুল হালিম
অফিস সম্পাদক: সৌরভ কর
ক্রীড়া সম্পাদক:  সাবন্য চৌধুরী
মহিলা বিষয়ক সম্পাদিকা: নিলুফা খান
সহ মহিলা বিষয়ক: রুবিনা রশীদ
সমাজকল্যান ও সংস্কৃতি সম্পাদক: প্রীতম সেন
ধর্ম সম্পাদক: জিয়াউর রহমান
সহ-ধর্ম সম্পাদক: লুৎফুর রহমান

বিজ্ঞপ্তি

 

www.jalalabadbarta.com

 

শেয়ার করুন