ক্যান্সারে আক্রান্ত দুলালের চিকিৎসার্থে টাকার প্রয়োজন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরস্থ বেরিচর এলাকার গুলবাগের আলী আমজদের ছেলে দুলাল আহমদ (৪২) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সিলেট এম,এ,জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন। বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে প্রতি ১৫ দিন পর পর তার কেমো থেরাপী চলছে। তার চিকিৎসার জন্য জমিজমা বিক্রি করেছেন। তার সুচিকিৎসার আরও ৮/১০ লাখ টাকা প্রয়োজন। দুলালের দুটি ছেলে মাদস্রায় লেখাপড়া করে। তার পরিবার তার চিকিৎসার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-পারভিন আক্তার, স্বামী দুলাল আহমদ সঞ্চয়ী হিসাব নং ২৬৫৩১০১১১০০৭৫, পূবালী ব্যাংক বাংলাদেশ লিঃ, মৌলভীবাজার শাখা ।

শেয়ার করুন