স্বাস্থ্যমন্ত্রীর আগমন  উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ও জুড়ী উপজেলায় ৪ সেপ্টেম্বর সরকারী সফরে আসছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। ১ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা হাসপাতালের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করবেন। বেলা দুইটায় ৫০ শয্যা বিশিষ্ট বড়লেখা উপজেলা হাসপাতালের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীর সাথে মতবিনিময় করবেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির বড়লেখায় আগমন উপলক্ষে তার সরকারী কর্মসুচি সফল করার লক্ষে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে। ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদেও সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আহম্মদ হোসেন, থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, এপিপি গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, হুইপ শাহাব উদ্দিন এমপির ব্যক্তিগত সহকারী কবিরুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য শহীদুল আলম শিমুল।

 

শেয়ার করুন