আইসিটি বিষয়ক মতবিনিময়  সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল ডিজিটাল  ল্যাব সমুহের অগ্রগতি সুষ্ঠু ব্যবহার, নিরাপত্তা, রক্ষনাবেক্ষন  বিষয়ে মত বিনিময় সভা  জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে এবং  সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট (আইসিটি) মোঃ নেছার উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহা-পরিচালক এ,কে,এম খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান,অতিরিক্তি জেলা প্রশাসক ( আইসিটি) মোহাম্মদ আশরাফুর রহমান।

মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া মাধ্যমে মূল তথ্য উপস্থাপন করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মোঃ রকিবুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজাদ বক্তত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরজ্জামান,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশালয় চক্রবর্তী,জেলা শিক্ষা অফিসার এস,এম,আব্দুল ওয়াদুদ,সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব,হাসনাত কামাল, নজরুল ইসলাম মুহিব,প্রমুখ। বক্তারা (আইসিটি) কম্পিউটারের বহমুখী ব্যবহারে উপর গুরুত্বারোপ করেন। জেলা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগন ও আইসটি শিক্ষকবৃন্দ,সহকারী কর্মকর্তা এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন