স্টাফ রিপোর্টার॥ পুলিশি বাঁধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে শহরের শমসেরনগর রোডস্থ দিল্লী রেস্টুরেন্টের কনফারেন্স রুমে দলের ৪০ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস, শ্রমিকদলসহ সহযোগী অংগ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিতের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি মো. হেলু মিয়া,সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সৈয়দ এনামুল হক রাজা, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সদস্য এ্যাডভোকেট গোবিন্দ্র মোহন পাল, সদস্য শফিকুর রহমান, জেলা মৎস্যজীবিদলের সভাপতি শাহ মো.আব্দুল হক,জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি.এম মোক্তাদির রাজু, যুগ্ম সম্পাদক আব্দুল হাই পিপলু,জেলা জাসাস সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, যুবদল নেতা সিরাজুল ইসলাম পিরুন, আলীম হোসেন মিরু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন,সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন।
আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বেগম জিয়ার আশু কারামুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকী।