মৌলভীবাজার প্রতিনিধি॥ শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মোলভীবাজার এর উদ্যোগে ১ সেপ্টেম্বর শনিবার দুপুরে শহরের শাকুরা মার্কেটের দ্বিতীয় তলায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, উপদেষ্ঠা সৈয়দ নওশর আলী খোকন, এডভোকেট আব্দুল মতিন চৌধুলী ও সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান, মোঃ শাহাদাৎ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক ইহাম মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুল ইসলাম, প্রচার সম্পাদক হোসাইন আহমদ, সদস্য নুরুল হক, মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, মাহমুদুল হাসান, এম এ সামাদ, মিয়া মোহাম্মদ রিপন ও তাকবীর হোসেন প্রমুখ।
পরে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের সাথে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন।