ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগানে সুদিপ লোহার (১৪) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে লংলা চা বাগানের শ্রমিক রাধে শ্যাম লোহারের পুত্র। জানা যায়, ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ বসতঘরের তীরের সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। স্থানীয় ইউপি সদস্য হীরা মন রবিদাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে গতকাল রোববার কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।