সোলার প্যানেল বিতরণ করা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। সোমবার ৩ আগষ্ট সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে ৪৪ পরিবার এবং শমসেরনগরে ৪৪ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। এছাড়া উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তেব্যে তিনি বলেন এ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। তিনি এসব কথা বলেন প্রমুখ।

 

শেয়ার করুন