কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে বস্তির এক যুবক কর্তৃক আদিবাসী তরুণী ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার ২ সেপ্টেম্বর এঘটনায় অভিযুক্ত আছকর মিয়া (৩৫)-কে পাশ্ববর্তী ফেঞ্চুগঞ্জ থানার ছত্রিশ গ্রাম থেকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের আসব আলীর পুত্র।
পুলিশ এবং অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে আছকর মিয়া নামে ওই ব্যক্তি গারো সম্প্রদায়ের ওই তরুণীকে পানের ঝুম থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি জঙ্গলে ধর্ষণ করে পালিয়ে যায়।
আদিবাসী তরুণী কুলাউড়া থানায় অভিযোগ করলে পুলিশ রোববার ধর্ষককে পাশ্ববর্তী ফেঞ্চুগঞ্জ থানার ছত্রিশ গ্রাম থেকে গ্রেফতার করে। পুলিশ ধর্ষিতা তরুণীকে চিকিৎসার জন্য ওসিসি ক্রাইসেস সেন্টারে ভর্তি করেছে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ডিউটি অফিসার এরশাদ আলী জানান, তরুণীর অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং আদিবাসী তরুণীকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।