বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

কুলাউড়া প্রতিনিধি॥  জন্মাষ্টমী উৎসব ১৪২৫ উপলক্ষে কুলাউড়ায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ২ সেপ্টেম্বর রোববার সকালে কুলাউড়া মাগুরার মহাপ্রভূর দেবালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রার উদ্ভোধন করেন সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন।

পরে মহা প্রভূর দেবালয়ের সভাপতি বিশ^জিৎ ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন এর পরিচালনায় বক্তব্য দেন আব্দুল মতিন এমপি, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, সুহৃদ বাংলাদেশ কুলাউড়া শাখার সভাপতি প্রদীপ কান্ত দত্ত, টি.এস.এস কুলাউড়া শাখার আহবায়ক সুজিত দে, বাংলাদেশ হিন্দু সমাজ সংষ্কার কুলাউড়া উপজেলা শাখার সভাপতি বিশ^জিৎ দাস, অশোক ধর, রূপক বৈদ্য, অজয় দেব, সুধাংশু বিশ^াস, সমরেন্দ্র শর্মা ও প্রণবানন্দ কাঞ্চন। এছাড়া বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরা দে প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন