স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বশির উদ্দীন আহমদের মৃত্যুতে ৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আইয়ূব আলীর সভাপতিত্বে ও শিক্ষক বিপ্লব ভূষণ দাসের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মুজিবুর রহমান রঞ্জু।
উল্লেখ্য, ১৯ আগষ্ট ভোর রাতে এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বশির উদ্দীন আহমদ বার্ধক্য জনিতরোগে শমশেরনগর এয়ারপোর্ট রোডের নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছিলেন।
স্মরণ সভা
শেয়ার করুন