বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় লোকমান হত্যা মামলার ৩ আসামীর জামিন না মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালত। ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারী মাওলানা দেলায়ার হোসেন সাঈদির রায়ের দিন পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মূখোমূখি সংঘর্ষে কিশোর লোকমান গুলিতে নিহত হন।
আদালত সুত্রে জানা গেছে, সোমবার জিআর-৬২/১৩ নং মামলার পলাতক আসামী অহিদ আহমদ, মাছুম আহমদ ও সাইফুল মিয়া বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামানের আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আদালতের এপিপি গোপাল চন্দ্র দত্ত লোকমান হত্যা মামলার পলাতক ৩ আসামীর জামিন নামঞ্জুরের বিষয় নিশ্চিত করেছেন।
লোকমান হত্যা মামলার ৩ আসামীর জামিন না মঞ্জুর
শেয়ার করুন