কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর দু:স্থ্য কল্যাণ সমিতির উদ্যোগে দরিদ্র ৫০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩টায় শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন উন্মুক্ত স্থানে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়। শমশেরনগর দু:স্থ্য কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন সংস্থার যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ নজমুল ইসলাম চৌধুরী। অর্থ সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন শমশেরনগর দু:স্থ্য কল্যাণ সমিতির সদস্য সচিব কবি আব্দুস শহীদ সাগ্নিক ও সাবেক ইউপি সদস্য শেলী রানী পাল।
জানা যায়, বন্যা দুর্গত ও শীতার্থদের মাঝেও এ সংস্থা সহায়তা প্রদান করে থাকে।