শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন ও স্কুল ব্যাংকিং উদ্বুদ্ধকরণ সমাবেশ পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। পৃথক দুই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মো. সাঈদ উল্লাহ।

অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলীর সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা আব্দুর রউফের পরিচালনায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মো. সাঈদ উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মো. আকবর উদ্দিন, মাদ্রাসার গভর্নিংবডির শিক্ষানুরাগী সদস্য ডা. আইনুল ইসলাম, অভিভাবক সদস্য রিয়াজ উদ্দিন, মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমিন, প্রভাষক খালেদ আহমদ, মাওলানা কামরুল হাসান, ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন, নুরুল আলম প্রমূখ।

শেয়ার করুন