সড়ক পথে চলার নিয়ম কানুন বিষয়ে সচেতনতা তৈরী করতে সাপ্তাহ ব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার॥ সড়ক পথ নিরাপদ রাখার লক্ষ্যে ও সড়ক পথে চলাচলের নিয়মাবলীর উপর মৌলভীবাজারে উদ্বোধন করা হয়েছে সড়ক নিরাপত্তা বিষয়ক সাপ্তাহ ব্যাপী কর্মশালা।

৫ সেপ্টেম্বর বুধবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্কাউট, বিএনসিসি, শ্রমিক ইউনিয়নের নেতা ও মালিক সমিতির নেতাসহ শতাধিক মানুষ অংশনেন।

বিআরটিএ এর সহকারী পরিচালক মু. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: আশরাফুল আলম, ডা: মিনাকী ভৌমিক, ট্রাফিক ইন্সিপেক্টর  মো: সালাহ উদ্দিন কাজল, বি.আর. টি.এর মটরযান পরিদর্শক মো: হাফিজুল ইসলাম খান, শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেব ও আজাদুর রহমান ওয়াদুদ।

শেয়ার করুন