জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার॥ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ “অর্ণিবান আগামী”এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউস মুন হলে র‌্যালী শেষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন(এম পি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক,  বিক্রয় ও বিতরন বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

শেয়ার করুন