জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। এবারের বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে “অনির্বাণ আগামী”।

৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খাঁন। পল্লী বিদ্যুৎ সমিতি রাজনগর সাব-জোনাল অফিসের এজিএম গোলাম ফারুক মীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক, পল্লী বিদ্যুতের পরিচালক শাহেদুজ্জামান আনসারী মনাই, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

শেয়ার করুন