শ্রীমঙ্গল প্রতিনিধি॥
শ্রীমঙ্গলে সদ্য প্রয়াত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রবীণ নেতা পান্নালাল সোম স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় নারী সেলের উদ্যোগে শহরের মৌলভীবাজার রোডস্থ ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই শোক সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক জলি পালের সঞ্চালণায় ও কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়কের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি)’র সহ-সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, হিমাংশু শেখর সোম প্রমুখ।
সভায় বক্তারা পান্না লাল সোমের দীর্ঘ জীবনের কীর্তিগুলো তুলে ধরেন। এসময় তারা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।