বিএনপির ৪০ প্রতিষ্টা বার্ষিকী পালন করলো কুয়েত বিএনপি

কুয়েত প্রতিনিধিঃ

সভায় বক্তব্য রাখছেন শেখ নিজামুর রহমান টিপু

বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়েত রাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা অনুষ্টিত হয় কুয়েত সিটিস্হ হোটেল রাজধানীতে । ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিনের সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক আবুল হাসেমের পরিচালনায় কুয়েত রাজ্য বিএনপির সাধারন সম্পাদক কাজী মঞ্জুরুল আলম বক্তব্যে বর্তমান সরকারকে অবৈধ, অগণতান্ত্রিক এবং লুটেরা উল্লেখ করে বলেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে নতুবা সন্ত্রাসী সরকার দেশের মাটি পর্যন্ত খুলে নিয়ে বিক্রি করে দিবে। তিনি নেতাকর্মীদের আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখার আহবান জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখনই ডাক দেবেন আমাদের আন্দোলনে ঝাপিয়ে পরতে হবে, বাংলাদেশের প্রতিটি কোণায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি জেলায়, থানায়, পৌরসভায়, প্রতিটি বিভাগে আমাদের লক্ষ-লক্ষ নেতা-কর্মী আছে। আপনারা স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি নিন। যখনই আমাদের নেতা তারেক রহমান ডাক দিবেন – সাথে ঝাপিয়ে পড়তে হবে। ডাক আসার জন্য অপেক্ষা করুন, ডাক আসা মাত্র প্রবাসীরাও আপনাদের আত্মীয় স্বজনদেরসহ সাথী মানুষদের সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ, সময়মতো ডাক আসবে। ডাকা আসা পর্যন্ত আপনাদের স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করুণ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমাদের একটিই লক্ষ্য আর লক্ষ্যটি হলো আগামীতে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার, যেই সরকার বাংলাদেশের জনগণ দ্বারা সঠিকভাবে নির্বাচিত হবে, জণগণের মাধ্যমে গঠিত হবে এবং যে সরকার হবে মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে প্রতিষ্ঠিত, সে সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়া। এজন্য স্ব স্ব অবস্থান থেকে ডাক আসা পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করুণ। অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি নাছের মুর্তুজা, যুগ্ম সম্পাদক জনাব আব্দুল লতিফ, শ্রমিকদল কুয়েত শাখার সভাপতি মোমিন উল্লাহ পাটওয়ারী, যুবদল কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ্জাহান সবুজ, বিএনপি শ্রমিকদল কুয়েত শাখার সাধারন সম্পাদক গোল্ডেন সেলিম খাঁন, জাসাস কুয়েত রাজ্য আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত’র অন্যতম উপদেষ্টা শেখ নিজামুর রহমান টিপু, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ এর সভাপতি মো: শওকত আলী. জাতীয়তাবাদী সিলেট বিভাগের সাধারন সম্পাদক শিহাব বখ্ত, আহম্মেদী প্রদেশ বিএনপি’র সাধারন সম্পাদক জাফর ইকবাল পলাশ, মহানগর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মোবারক, আলকবির সাধারন সম্পাদক কোরবান আলী, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক সুমন আনছারী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সহ আরও বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অতি শিঘ্রই দল থেকে কর্মসুচী আসবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সেই কর্মসূচী পালন করে দাবী বাস্তবায়নের জন্যে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং সভা শেষে দেশমাতা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন