স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী এলাকার যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত পিতা আলহাজ¦ আব্দুর রহিম কাপ্তান মিয়া স্মরণে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ সেপ্টেম্বর জগৎসী এলাকার বড়বাড়ীতে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. এম. শাহিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সাবেক মেয়র ফজলুল করিম ময়ূন, কাপ্তান মিয়ার ছেলে বাংলাদেশী রেমিটেন্সের অগ্রদ্রুত ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত, আব্দুল মুবিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পরিবারের লোকজন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান। শিরণী অনুষ্ঠানে প্রায় ১০ হাজার লোকের আয়োজন করা হয়।