স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে হৃদরোগ বিষয়ক আলোচনাসভা ও ফ্রি- হার্ট ক্যাম্প।
৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে মৌলভীবাজার ক্লাবে তত্ত্বাবধায়ক সরকাররে সাবেক উপদেষ্টা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বিগ্রেডিয়ার (অব) ডা: আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, বঙ্গবীর ওসমানী জন্ম শতবার্ষিকি উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মুহম্মদ ফয়জুর রহমান, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা: মো: আমিনুর রহমান লস্কর, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট ডা: খালেদ মহসীন, প্রবীন আইনজীবি মুজিবুর রহমান মুজিব, ডা: ছাদিক আহমদ, দৈনিক বাংলার দিন এর সম্পাদক বকসি ইশবাল, বিএনএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু। এসময় মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়াল্ড ওয়াইড ওয়াটসআপ গ্রুপের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল তৈরীর জন্য আহবান জানান। পরে প্রায় শতাধিক হার্টের রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়।