আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥  ¯া^ক্ষরতা অর্জন করি,দক্ষ হয়ে জীবন গড়ি  এই প্রতিবাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচীর পালনের মধ্য দিয়ে শনিবার ৮ সেপ্টেম্বর মৌলভীবাজারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সম্মুখ হতে এক র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়।

সাইফুর অডিটোরিয়ামে আলোচনা সভা জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট সুমাইয়া মবিন ও মোঃ নেছার উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনায়ারুল হক, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, মৌলভীবাজার সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মুহাঃ ফজলুল আলী।

বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক ব্যুরো সহাকারী পরিচালক মোঃ আমিরুল কবীর, এনজিও প্রতিনিধি এস,এ হামিদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,শিক্ষক স,ব,ম দানিয়েল,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশালয় চক্রবর্তী প্রমুখ।

শেয়ার করুন