ইন্দোনেশিয়া সফরে গেছেন মেয়র ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার॥ ইন্দোনেশিয়ার Surabaya City Government, Indonesia Ges United Cities Local Government-Asia Pacific (UCLG-ASPAC) এর আমন্ত্রণে ৭ দিনের সফরে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ বাংলাদেশ পৌরসভা সমিতি’র ১২ সদস্যের প্রতিনিধি দল।

৯ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় Congress অনুষ্ঠিত হবে। সেখানে তিনটি শহর Yogyakarta, Surabaya, Bali Gi Sanitation & Solid waste Management  কার্যক্রম পরিদর্শন করবেন তারা।

মেয়র ফজলুর জানান, প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে আছেন বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব) এর মহাসচিব, শরীয়তপুরের মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল,  শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান, কাঁকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, মধুখালী পৌর মেয়র খন্দকার মুরশেদ রহমান লিমন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ জামিলুর রহমান, FSM বিশেষজ্ঞ শহিদুল ইসলাম, ম্যাবের ব্যবস্থাপক এস.এম আব্দুর রউফ, এ্যাডভোকেসী অফিসার গুঞ্জন বড়ুয়া, গোপাল পাল ও মোহাম্মদ আলী।

প্রতিনিধি দলটি ৮ সেপ্টেম্বর শনিবার রাতে মালেশিয়ান এয়ারওজে গেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন