কমলগঞ্জ প্রতিনিধি॥ “স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর শনিবার সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মো: সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কমলগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
শেয়ার করুন