গানপাঠশালার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শহর প্রতিনিধি: গানপাঠশালার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৮ সেপ্টেম্বর শনিবার স্টুডেন্ট ক্লাব গানপাঠশালার সদস্য আশিষ দাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গানপাঠশালার কন্ঠ সংগীত বিভাগের ডিন, বুলবুল ললিতকলা একাডেমির উপাধক্ষ্য মহাদেব ঘোষ, এ্যাডভোকেট মিজানুর রহমান, এ্যাডভোকেট প্রসেন দত্ত, গানপাঠশালার পরিচালক এড প্রীতম দত্ত সজীব, এ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, এ্যাডভোকেট মাসুক মিয়া, নিউটন বিশ্বজিৎ, মনশ্রী দেব জুই প্রমুখ।

আলোচনা সভা শেষে গানপাঠশালার তবলা,গীটার ও কীবোর্ড বিভাগের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্টিত হয়। এর আগে ৫ম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে গানপাঠশালার সামন থেকে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র‌্যালী করেন সংগঠনের সদস্যরা। এরপর কন্ঠ সংগীত বিভাগের ডিন কন্ঠ শিল্পী মহাদেব ঘোষ, সহকারী শিক্ষিকা মনশ্রী দেব জুই ও উপমা উর্বশীর একক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন