জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার আল-ফালাহ ইসলামিক একাডেমি গোয়ালবাড়ী শাখায় শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষ্যে মা সমবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার ৮ সেপ্টেম্বর একাডেমির এক হল রুমে অনুষ্ঠিত মা সমাবেশে গোয়ালবাড়ী শাখার প্রধান শিক্ষক মু.শামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ডাঃ গিয়াস উদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হাই হেলাল ও আজিম উদ্দিন ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জবায়ের আহমদ, শামীম আহমদ ও আশরাফুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক, কর্মকর্তা,অভিভাবক ও শিক্ষার্থী।