ভয়াবহ অগ্নিকা-: ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আফরোজগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
৮ সেপ্টেম্বর শনিবার দুপুর সিরাজুল আরেফিন জুহিনের মালিকাধীন হাজী আলতাফুর রহমান মার্কেটের একটি তুলার মিলে ইলেকট্রিক শটসার্কিট থেকে অগ্নি কান্ডের সুত্রপাত হয় বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ওসমানীনগর, মৌলভীবাজার ও নবীগঞ্জ থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড়ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুনে হাজী আলতাফুর রহমান মার্কেটস্থ আরাফাত তুলামিল, রাফি আইসক্রিম ফ্যাক্টরি, মিলি পোল্ট্রিফার্ম এবং বি-বাড়ীয়া কোকারিজ সম্পুর্ণ ভুষ্মিভুত হয়। এছাড়াও আগুনে পাশের একটি চারতলা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়।
এ অগ্নিকান্ডে আনুমানিক ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,তুলা ফ্যাক্টরি থেকে আগুন সৃষ্টি হয়ে দ্রুত আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়লে বেশি ক্ষতি গ্রস্থ হয়। আগুনের খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে হাজারো উৎসুক জনতা ভিড় জমালে স্থানীয় শেরপুর পুলিশ ফাঁড়ী এ, এস,আই শরীফ মিয়া সঙ্গীয় ফোর্সসহ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আগ্নিকান্ড নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্টেশন অফিসার আলাউদ্দিন ক্ষয়ক্ষতির ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ মার্কেটে কারখানার অনুমোদন ছিল কিনা তা জানা যায়নি।

শেয়ার করুন