এডুএইড টিউটোরিয়ালে টিচার্স-ডে সেলিব্রেশন

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কোচিং সেন্টার EduAid Tutorial-এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে টিচার্স সেলিব্রেশন নামে ৮ সেপ্টেম্বর রাতে এক অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষার্থী ইরফান সাকিব ও কুশল দাস মুন্না’র যৌথ উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে এডু এইড টিউটোরিয়ালের পরিচালক মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিটিআই ইন্সট্রাক্টর গোলাম কিবরিয়া চৌধুরী, ইন্সট্রাক্টর দ্বীপঙ্কর মোহন্ত, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি ম.আ. শাহজাহান নিসচা জেলা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার,টিউটোরিয়ালের এডমিন অফিসার সৈয়দ জাহিদুল হক নাহিদ, প্রাথমিক বিভাগের কোর্স কো-অর্ডিনেটর মিজানুর রহমান,অভিভাবক শাহ রায়হান আহমদ, জুয়েল আহমদ, তৈয়ব আলী প্রমূখ। শিক্ষার্থীরা ৫জন শিক্ষককে উপহার প্রদান করে।

শেয়ার করুন