কুলাউড়া প্রতিনিধি॥ “স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ সেপ্টেম্বর শনিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদিউর রহিম জাদিদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আইয়ুব উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাসার, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ভুইয়া ও সৌরভ গোস্বামীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা। সভার পূর্বে এক র্যারী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।