বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় গ্রীষ্মকালিন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে পাথারিয়া ছোটলেখা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় টিমকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিসি মডেল হাইস্কুল টিম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিনের পরিচালনায় পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, পিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বতোষ চক্রবর্তী, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিশ্বনাথ নাহা, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমূখ।